মুন্সিগঞ্জে ডিবির অভিযানে বাঁশ উদ্ধার!

আরেফী রিয়াদ: মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাঁশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মুন্সিরহাট এলাকার আল আমিন কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মজুদ করে রাখা বিপুল পরিমাণ এসব বাঁশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিভিন্ন অনুষ্ঠানে প্যান্ডেল তৈরি করার জন্য এসব বাঁশ মজুদ রাখা হয় ওই কমিউনিটি সেন্টারে। তবে এ বিষয়ে আল-আমিন কমিউনিটি সেন্টারে পরিচালক মোফাজ্জল হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুুুুঠোফোন বন্ধ পাওয়া যায়।

উদ্ধারকৃত বাঁশগুলো অনুষ্ঠানের প্যান্ডেলে ব্যবহৃত বাঁশ নয় বলে নিশ্চিত করে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লাঠি-সোটা জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এসব মজুদ করেছিলো স্থানীয় একটি পক্ষ।

ওসি জানান, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে জেলা গোয়েন্দা পুলিশ সবসময় তৎপর রয়েছে।

দৈনিক অধিকার

Leave a Reply