মুন্সিগঞ্জে হত্যার বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুজিবুর রহমান খান হত্যার বিচারের দাবিত সাংবাদিক সম্মেলন করেছে নিহতের পরিবার। রবিবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে গত ২০১৭সালে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয় মুজিবুর রহমানকে। এঘটনায় একইদিন রাতে ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহতের ছোট ছেলে আরিফ খান। তবে এরপর সাড়ে ৩বছর পেড়িয়ে গেলেও মামলার তেমন অগ্রগতি না থাকায় আসামিদের শাস্তি এখনো নিশ্চিত করা যায়নি । বিচারের দাবিতে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরলেও দীর্ঘদিন পেরিয়ে যাওয়া সুষ্ঠ বিচার পাওয়া নিয়ে তৈরি হয়েছে আশংকা। দ্রুত মামলাটি অগ্রগতি পূর্বক আসামিদের সর্বোচ্চ বিচারের দাবি জানায় ভোক্তভোগী পরিবারটি।

এদিকে মামলা তুলে নিতে বাদীসহ পরিবারের অন্য সদস্যদেরও বিবাদীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানান মামলা বাদী রাকিব খান।
সংবাদ সম্মেলনে অংশনেয় নিহত মুজিবুর রহমানের স্ত্রী এলিজা বেগম, পুত্র শাওন খান, রাকিব খান ভাইয়ের স্ত্রী তাসলিমা বেগম।

বিডি২৪লাইভ

Leave a Reply