সিরাজদিখানে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

জমিসংক্রান্ত বিষয়ে একের পর এক মিথ্যা অভিযোগ মামলায় অতিষ্ঠ হয়ে ওঠার অভিযোগ করেছেন মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার পশ্চিম শিয়ালদী গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেন ও মোঃ হুমায়ুন কবির। তারা বুধবার দুপুরে পশ্চিম শিয়ালদী গ্রামে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মোঃ আবুল হোসেন ও মোঃ হুময়য়ুন কবির বলেন, গত ১৮-০৩-২০১৯ইং সালে শিয়ালদী মৌজার ২৫৯৮ খতিয়ানের আর এস ৩৬২ নং দাগের ৫০ শতাংশ জায়গার ২১ শতাংশ জায়গা আব্দুল খালেক দেওয়ান, আব্দুল মালেক দেওয়ান ও মোঃ জাহিদুল ইসলাম দেওয়ানের থেকে নগদ টাকা দিয়ে সাবকবলা রেজিট্রি করে আমরা ক্রয় করি ও নামজারি করি। কিন্তু এখন মৃত আব্দুল খালেখ হাওলাদারের ছেলে মোঃ আওলাদ হোসেন আদালতে দুইটি মিথ্যা মামলা ও সিরাজদিখান থানায় মিথ্যা অভিযোগ দিয়ে সিরাজদিখান থানার এ এস আই মোঃ মাজিদুল ইসলামকে দিয়ে হয়ানী করছে।

মোঃ আবুল হোসেন আরো বলেন, ‘হয়রানির অংশ হিসেবে গত ২৪ জানুয়ারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, মুন্সীগঞ্জে তিনি মিথ্যা মামলা করেন। মামলায় আমাকে, মোঃ আবুল হোসেন (৫০),মোঃ হুমায়ুন কবির (৪৮),আব্দুল কাদের বাবুল (৫৫),মোঃ আক্তার হোসেন (২২),মোঃ আবু তাহের (৫০) রানা(২০)সহ ৪/৫ জনকে আসামি করা হয়। জালিয়াতির মাধ্যমে এ রকম মিথ্যা মামলা দিয়ে তিনি আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। এমনকি মামলায় থানা পুলিশ ও আদালতের বিভিন্ন কাগজ জালিয়াতি করে স্থানীয় বিচারকদের বিভ্রান্ত করছেন। আমি এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও আমার জায়গায় সীমানা প্রাচীর নির্মানে হয়রানি বন্ধে রাষ্ট্র ও সমাজের কাছে সহযোগিতা চাই। এ বিষয়ে মোঃ আওলাদ হোসেন বলেন, আমি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুইটি মামলা করেছি এখন কোট যেই সিধান্ত দেন আমি তা মেনে নেব।

গ্রামনগর বার্তা

Leave a Reply