মুন্সিগঞ্জ সদর উপজেলায় পারুল বেগম (৪২) নামের এক গৃহবধূকে গলা চেপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর গ্রামে সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১টায় টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী আলমগির খানকে (৫০) আটক করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
নিহত পারুল বেগম বরিশালের করিম বক্সের মেয়ে। আটক আলমগির ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার মোসলেম বেপারির ছেলে। তারা মুন্সিগঞ্জের পঞ্চসারের কাশিপুর এলাকায় মালেক বেপারির জায়গা ভাড়া নিয়ে বাড়ি তৈরি করে বসবাস করছিল।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকার জের ধরে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ২টায় অভিযুক্ত স্বামী আলমগিরকে আটক করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
বিডি২৪লাইভ
Leave a Reply