মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন শরিয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে সুজন বাঘা (২৭) এবং একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী (২০)।
ওসি বলেন, ‘দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহীরা বাসের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।’
বাংলা ট্রিবিউন
Leave a Reply