নিজের গ্রামকে ভুলে গেলে চলবে না: কৃষিমন্ত্রী

গ্রামের মানুষের জীবনমানকে উন্নত করতে চাইলে কৃষিকে উন্নত করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। শনিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আমাদের গ্রামের অর্থনীতি এখনো কৃষিভিত্তিক। কৃষিকে লাভজনক করতে পারলে গ্রামের মানুষের আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে ও জীবন উন্নত হবে। অন্যদিকে অর্থনীতিতেও তা বিরাট ভূমিকা রাখবে। বর্তমান কৃষি বান্ধব সরকার এ লক্ষ্যেই কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করছে।

ড. রাজ্জাক আরো বলেন, গ্রামকে আমাদের ভুলে গেলে চলবে না। গ্রামে লেখাপড়া করে, গ্রাম থেকে যারা বড় হয়ে আজকে যারা বিভিন্ন উচ্চপদে চাকরি করছি বা ব্যবসাসহ অন্যান্য পেশায় সফল তাদেরকে নিজেদের শিকড় নিজের গ্রামকে ভুলে গেলে চলবে না। গ্রামকে আলোকিত করতে হবে, গ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মাজহারুল হক তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সাবেক আইজিপি (প্রিজন) ও পিএসসির সাবেক সদস্য মো. লিয়াকত আলী খান, প্রাক্তন ছাত্র স্কোয়াড্রন লিডার (অব.) গোলাম কিবরিয়া আব্বাসী, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল মান্নান, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজজি

Leave a Reply