জ্বীন নিয়ে খেলা করার অভিযোগের প্রেক্ষিতে এক মাদ্রাসা শিক্ষক মাসুদ উদ্দিন নুরীকে (৩২) আটক করেছে পুলিশ। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার রাউৎভোগ রাহেলা মহিলা মাদ্রাসার শিক্ষক তিনি। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে তাকে আটক করে নিয়ে আসে টঙ্গিবাড়ী থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুরী বিগত কয়েকদিন যাবৎ ওই মাদ্রাসায় রাত জেগে জ্বীন নিয়ে খেলা করার নামে বিভিন্ন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছিলো। এতে মাদ্রাসার সাধারণ ছাত্রীরা ভয় পেত। পাশাপাশি তাদের লেখাপড়াও ব্যহত হচ্ছিলো। এ প্রেক্ষিতে কতিপয় অভিভাবকদের অভিযোগে তাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি হারুন অর রশিদ জানান, জ্বীন নিয়ে রাত জেগে সে খেলা করে এমন একটি অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল
Leave a Reply