মুন্সীগঞ্জে সালিশে ছুরিকাঘাতে নিহত ২

মুন্সীগঞ্জ শহরে সালিশ-বৈঠক চলার সময় ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। তাছাড়া একজন আহত হয়েছেন। শহরের উত্তর ইসলামপুর এলাকার এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে বলে সদর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানিয়েছেন।

নিহতরা হলেন- ওই এলাকার কাসেম পাঠানের ছেলে ইমন পাঠান (২৩) ও বাচ্চু মিয়ার ছেলে সাকিব মিয়া (১৯)।

স্থানীয়রা জানান, একটি নারী উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ইমনের সঙ্গে একজনের দ্বন্দ্ব বাধে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সালিশ-বৈঠক বসে এলাকার আওলাদ হোসেন মিন্টুর বাড়ির সামনে। বেঠকে বিরোধী পক্ষের লোকজন আকস্মিকভাবে তিনজনকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ওসি সিদ্দিক বলেন, পেটে ও বুকে ছুরিকাহত দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। তাছাড়া আওলাদ হোসেন মিন্টুকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

বিডিনিউজ

Leave a Reply