আরিফ হোসেনঃ শ্রীনগরে তোরণ নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগের ২ গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা থানায় মিমাংসার ৩দিন পর একপক্ষের লোকজনকে মারধর করেছে অপরপক্ষ। এসময় হামলাকারীরা বাড়িঘর ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেয়কটখালী এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ আজিজুল ইসলাম মুজিববর্ষ উপলক্ষে ওই এলাকার ডাক্তার রোডের মাথায় তোরণ নির্মাণ করেন। গত রবিবার রাতের ঝড়ে তোরণটি ভেঙ্গে যায়। মঙ্গলবার সকালে আজিজুল ইসলামের লোকজন পুনরায় তোরণটি নির্মাণ শুরু করে। এসময় সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী পরাজিত প্রার্থী মোঃ জাকির হোসেন লোকজন নিয়ে এসে বেলা ১১ টার তোরণ নির্মাণে বাধা প্রদান করেন।
সেচ্ছাসেবক লীগ নেতা সাগর হোসেনের মা হাসিনা বেগম জানান, তারা আমার ছেলেকে না পেয়ে আমার বাড়ি ঘরে হামলা করেছে। এসময় আমার বসতঘরের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করা হয়।
এব্যাপারে মোঃ জাকির হোসেন সাংবাদিকদের বলেন, আমার প্রচারণার স্থান থেকে দুরে অতি উৎসাহীরা ধাক্কা দিয়েছে। তবে বাড়ি ঘরে হামলার বিষয়টি ডাহা মিথ্যা কথা।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন,থানায় মিমাংসা হওয়ার পর মারধরের ঘটনা অনভিপ্রেত। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে মারধরের ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
Leave a Reply