সিরাজদীখান উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও খাল ভরাট করার দায়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মির্জাকান্দা এলাকা থেকে তন্ময় সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের অখিল সরকার ছেলে।
উপজেলার কেয়াইন ও রাজানগর ইউনিয়নের বাসনিয়া হাটি মৌজার আর.এস ৩১১ দাগের ফসলি জমির মাটি কেটে বিক্রয় ও রাজানগর মৌজার আস.এস ১৫৩৫ দাগের মির্জাকান্দা- তেঘরিয়ার পানিবাহিত সরকারি খাল ভরাট করে মাটি পরিবহনের রাস্তা নির্মাণ করার দায়ে তন্ময় সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা করেন রাজানগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, সরকারি সম্পত্তি রক্ষার্থে আমরা নিয়মিত মামলা দায়ের করেছি। মামলায় একজন আসামি গ্রেপ্তার হয়েছে।
ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘যারা সরকারি সম্পত্তি দখল বা অবৈধভাবে মাটি কাটা কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সমকাল
Leave a Reply