নাছির উদ্দিন: মুন্সীগঞ্জর সিরাজদিখান বেদে সম্প্রদায়র মাঝে থানা পুলিশর পক্ষ থক ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । গতকাল রবিবার বেলা সাড় ১১ টায় উপজেলার সিরাজদিখান বাজার সংলগ্ন বেদে পল্লীর প্রতিটি পরিবারর মাঝে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাম্মদ বারহান উদ্দিন এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করন।
এসময় উপস্তি ছিলন পুলিশ পরিদর্শক (তদন্ত) মা.কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারশন) মাহাম্মদ আজহারুল ইসলাম, সেকেন্ড অফিসার মাে. সেকাদর আলী, উপজলা ছাত্রলীগর সাধারণ সম্পাদক পারভজ চাকদ্দার পাপ্পু, সিরাজদিখান বাজার বনিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আলম খান প্রমুখ। ঈদ উপহার সামগ্রীর মধ্য পতিটি পরিবার জন্য রয়ছ পালাও চাল, পিঁয়াজ, তল , সমাই, চিনি,গুঁড়া দুধ,কিচমিচি।
Leave a Reply