মুন্সীগঞ্জের সিপাহিপাড়ার একেকটি ঘর যেন মিনি গার্মেন্টস

পোশাক তৈরির গ্রাম মুন্সীগঞ্জের সিপাহিপাড়া। এখানকার একেকটি ঘর যেন মিনি গার্মেন্টস। রাজধানীর বড় বড় বিপণি বিতানের আকর্ষণীয় পোশাক তৈরি হয় এ গ্রামেই। তবে চলমান করোনা মহামারি এই ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের জীবনযাপন বেশ চ্যালেঞ্জে মুখে ফেলেছে।

প্রতিটি বাড়ি যেন একটি করে গার্মেন্টস কারখানা। ছোট ছোট ঘরেই হচ্ছে রঙ-বেরঙয়ের পোশাক তৈরি। ব্যবহার হচ্ছে আধুনিক সব প্রযুক্তিও। কম্পিউটারাইজড অ্যামব্রয়ডারি মেশিন ব্যবহার করে চমৎকার সব ডিজাইন করা হচ্ছে এসব পোশোকে।

এক ছাদের নিচেই কাপড় কাটা, সেলাই, ডিজাইন, আয়রন এবং প্যাকেটিং করে নামকরা বিপণি বিতানগুলোতে বাজারজাত করা হচ্ছে। অনেক পাইকার সরাসরি রেডিমেড পোশাক কেনার জন্য আসছেন মুন্সীগঞ্জের সিপাহিপাড়ায়।

মাত্র ৫ লাখ থেকে ৫০ লাখ টাকার পুঁজিতেই তৈরি হচ্ছে পোশাক তৈরির কারখানা।

তবে করোনার সময়ে চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছেন মালিকরা।

অবশ্য করোনায় চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।

সময় টিভি

Leave a Reply