ব্যাংকে এসে গায়েব শিক্ষিকার সাড়ে চার লাখ টাকা

মুন্সীগঞ্জের সোনালী ব্যাংকে টাকা জমা দিতে এসে সাড়ে চার লাখ টাকা খোয়ালেন নুরুন নাহার (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। গতকাল বুধবার মুন্সীগঞ্জের পুরনো কাছারিতে সোনালী ব্যাংক শাখায় টাকা জমা দিতে এলে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। নুরুন নাহার শহরের মানিকপুর এলাকার বাসিন্দা। সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে নুরুন নাহার ব্যাংকে সাড়ে চার লাখ টাকা জমা দিতে আসেন। জমা রশিদ লিখে টাকা জমা দিতে গিয়ে দেখেন, ব্যাগে টাকা নেই।

বিষয়টি ব্যাংক ম্যানেজারকে অবহিত করলে ব্যাংকে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যাংকে ঢোকার পরে নুরুন নাহারের পেছনে বোরকা পরা এক নারী এক শিশুকে কোলে নিয়ে ঢোকেন। তিনি যখন জমা রশিদ বের করে লিখতে শুরু করেন, তখন ওই নারী তাঁর ব্যাগ থেকে টাকার ব্যাগটি নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যান। মুন্সীগঞ্জ সোনালী ব্যাংকের এজিএম নুরু উদ্দিন জানান, ওই নারী বোরকা পরা থাকায় তাঁকে চিহ্নিত করা যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে। নুরুন নাহার বিষয়টি পুলিশকে জানিয়েছেন। নূরুন নাহার বলেন, ‘আমি মাঝেমধ্যেই এই ব্যাংকে লেনদেন করে থাকি। কিন্তু মহিলা পকেটমারের খপ্পরে পড়ে দিনদুপুরে সবার সামনে সাড়ে চার লাখ টাকা খোয়াব তা চিন্তাই করতে পারিনি।’

কালের কন্ঠ

Leave a Reply