শ্রীনগরে বিএসটিআইয়ের নকল সিল ব্যবহার করায় মোবাইলকোর্টে ২৫ হাজার টাকা জরিমানা

আরিফ হোসেনঃ শ্রীনগরে পটেটো চিপস সহ বেকারী পন্যের প্যাকেটে বিএসটিআইয়ের নকল সিল ব্যবহার করায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইলকোর্ট। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ হাঁসাড়া এলাকায় সিয়াম বেকারীকে এই জরিমানা করেন। একই সময় আরেক দোকানীকে তামাকজাত পন্যের জন্য ৫শ টাকা জরিমানা করা হয়।

হাঁসাড়া এলাকার সিয়াম বেকারীর মালিক তার উৎপাদিত পন্যের মোড়কে বিএসটিআইয়ের অনুমুতি ছাড়াই সিল ব্যবহার করে আসছিল। উদ্ধারকৃত বিএসটিআইয়ের সিল সহ নকল মোড়ক আদালতের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

মোবাইল কোর্টের বিচারক প্রণব কুমার ঘোষ বলেন, শ্রীনগর উপজেলায় বাজার মনিটরিং সহ মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply