আরিফ হোসেনঃ শ্রীনগরে করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় মোবাইল কোর্টে ১০ জনকে ৪ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার তিন দোকান, বালাসুর ও ছনবাড়ি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন অপরাধের কারণে শ্রীনগর উপজেলা নির্বহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষের আদালত ১০জনকে জরিমানা করে তাদের কাছ থেকে ৪ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করে। উপজেলা নির্বাহী অফিসার জানান, চলমান নিষেধাজ্ঞার সময় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply