সিরাজদীখনে গলায় ফাঁস দিয়ে শিউলী বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার দিবাগত রাতে উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে । নিহত শিউলী বেগম সৌদী প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী এবং বাবার বাড়ী ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ।
বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও স্থানীয়রা জানান,ওই গৃহবধুর পাশের বাড়ীর বখাটে আলমগীর নামে এক যুবক ওই গৃহ বধুর কিছু আপত্তিকর ছবি দিয়ে বøাকমেইল করতে চাইলে লোক লজ্জার ভয়ে গৃহবধু রাতে গলায় রশি লাগিয়ে ঘরের আড়ার সাথে আতœহত্যা করে ।
সিরাজদীখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আত্মহত্যার সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বখাটে আলমগীরকে আটকের চেষ্ঠা চলছে ।’
Leave a Reply