শাহজালালে বিপুল বিদেশি মুদ্রাসহ আটক ১

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার নাম জাহাঙ্গীর গাজী।

সোমবার ভোর ৬টার দিকে বিমানে ওঠার সময় তাকে আটক করা হয়।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক ঢাকাটাইমসকে বলেন, সোমবার ভোর ৬টার দিকে জাহাঙ্গীর গাজী বাংলাদেশ থেকে এই বিদেশি মুদ্রা নিয়ে টিকে ০৬৯৪ নম্বর ফ্লাইটযোগে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল যাচ্ছিলেন। আমরা তাকে তল্লাশি করে তার কাছ থেকে বাংলাদেশি টাকার হিসাবে দুই কোটি ৫২ লাখ ৬০ হাজার ৩৩০ টাকার বিদেশি মুদ্রা জব্দ করি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হবে।

তার কাছ থেকে উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে সৌদি রিয়াল ১১ লাখ ৬৫ হাজার, এইডি ১৮ হাজার ৬৩৫, ইউরো ৬৭০০, ওএমআর এক হাজার ৩৫০, কেডি ১৪০, টিবি ২০, এমওয়াইআর ১ এবং বাংলাদেশি সাত টাকা উদ্ধার করা হয়েছে।

আটক মো. জাহাঙ্গীর গাজী মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার রনছগাজী বাড়ি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

ঢাকাটাইমস

Leave a Reply