মুন্সীগঞ্জে করোনাকালীন কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা

জেলা পরিষদ ও ব্যক্তি উদ্যোগে মুন্সীগঞ্জে করোনায় কর্মহীন ক্ষতিগ্রস্থ্য আড়াই শতাধিক পরিবারদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। শনিবার (৩১ জুলাই) দুপুরে জেলার টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের রহিমগঞ্জ বাজার এলাকায় এই খাদ্য সহায়তা বিতরন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে জেলা পরিষদ সদস্য মো. আনিছুর রহমানের ব্যক্তিগত অর্থায়নে ও জেলা পরিষদের সহযোগিতায় আড়াই শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,লবনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। এসময় জেলা পরিষদ সদস্য মো. আনিছুর রহমান ছাড়াও আরো উপস্থিত ছিলেন, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মজিবুর রহমান,সাবেক সভাপতি শাহ্ আলম মাদবর,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান বেপারী, ইউপি যুবলীগ সভাপতি জাকির হোসেন হালদার, কবির হোসেন লাকারিয়াসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।

বিডি২৪লাইভ

Leave a Reply