নারায়ণগঞ্জের মিতু হত্যা মামলার প্রধান আসামি শিবালয়ে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বন্দর থানার আলোচিত মিতু হত্যা মামলার প্রধান আসামি রুহুল আমীন রবিনকে (৩৫) গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ।

রবিন মিতুর কথিত প্রেমিক ছিল। তাকে হত্যার পর রবিন শ্বশুরবাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। রবিবার (৮ আগস্ট) সন্ধ্যায় শিবালয় থানার আরিচাঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুহুল আমিন রবিন নারায়ণগঞ্জ বন্দর থানার নবীগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে।

নারায়ণগঞ্জ থানা পুলিশের উদ্ধৃতি দিয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, নিহত মিতু আক্তারের (২৮) বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তার স্বামী ও দুই সন্তান রয়েছে। স্বামী দীর্ঘদিন ধরে প্যারালাইসিস হয়ে অসুস্থ। কাজের সন্ধানে নারায়ণগঞ্জে এলে রবিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। মিতু বন্দর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেই বাসায়ই মিতুকে হত্যা করে কাপড় দিয়ে ‍মুড়িয়ে রাখা হয়। কয়েক দিন পর পুলিশ বাসা থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ নিহত মিতু আক্তারের পরিচয় নিশ্চিত হলেও তার লাশ গ্রহণ করেনি পরিবার ও স্বজনরা। পরে বন্দর এলাকায়ই তাকে দাফন করা হয়। হত্যার ঘটনায় গত ১৬ জুলাই নারায়ণগঞ্জ বন্দর থানায় মামলা হয়। পুলিশ ঘটনা তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের গ্রেপ্তারের পর প্রধান আসামি হিসেবে রবিনের নাম উঠে আসে।

হত্যার পর রবিন শ্বশুরবাড়ি এলাকায় এসে নিজেকে নারায়ণগঞ্জের একজন আনসার সদস্য পরিচয় দিয়ে আরিচাঘাটে পরিবহন সিরিয়াল দেওয়ার কাজ নেন।

রবিনকে খুঁজতে নায়ারণগঞ্জ থানা পুলিশ কয়েক দিন আগে শিবালয়ে এলে তিনি গা ঢাকা দেন। রবিবার সন্ধ্যায় তিনি আরিচা ঘাটে এলেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শিবালয় থানার ওসি ফিরোজ করিব আরো জানান, গ্রেপ্তার এড়াতে রবিন ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। রবিবার রাতেই চোরাপথে সীমান্ত পার হওয়ার পরিকল্পনা ছিল তার। গ্রেপ্তার রবিনকে নারায়ণগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

কালের কন্ঠ

Leave a Reply