মুন্সীগঞ্জে ডিবির অভিযানে বিয়ার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৪শ ৮ পিস বিয়ার ও ৫ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেষপুর এলাকার মো. সুরুজ মিয়ার পরিত্যক্ত ঘরের ভেতর থেকে বিয়ার, বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি ডিবি আবুল কালাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেষপুর এলাকার অভিযান চালিয়ে মৃত. মোতালেব এর ছেলে মো.সুরুজ এর পরিত্যক্ত ঘরের ভেতর থেকে ৪শ ৮ পিস বিয়ার ও ৫ কেজি বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির ২ কেজি কাচের বোতল উদ্ধার করি। এসব উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য বোমা তৈরির জন্য রাখা হয়েছিল।

তিনি আরও জানান, বাড়ির মালিক মো. সুরুজ ৭ বছর ধরে ঢাকা থাকেন। তবে বাড়ির দায়ীত্বে থাকা কেয়ারটেকার খলিল বেপারি এ ঘটনায় জড়িত। উদ্ধারের খবর পাওয়ার পরই খলিল পলাতক রয়েছে। এ ব্যাপারে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণসহ মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। উল্লেখ্য আতংকের জনপদ মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই ২ পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে আর এতে ব্যবহৃত হয় ককটেল, টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্র।

বিডি২৪লাইভ

Leave a Reply