ঘৃণা জানাই তোকে আমি, শুধুই জানাই ঘৃণা
স্যার বলে “কি” ডাকবো তোকে? জী না মোটেই জী না”
কোটি টাকা সেলামীতে খেয়ে গেছিস ধরা,
মনে রাখিস এ অন্যায়ের মুল্য দিবি চড়া।
নির্লজ্জ নির্লিপ্ত তুই, দিস কেবলি ধোঁকা
মনে করিস তুই-ই চালাক বাকী সবাই বোকা ।
প্রশ্নবিদ্ধ করলি রে তুই , শিক্ষকতা পেশা
ঘৃণা জানাই ঘৃণ্য পথে টিকে থাকার নেশা।
কলঙ্কিত করেছিস তুই ভিসি নামের পদ
ক্যাডার, পুলিশ দিয়ে সে পদ যায় কি করা রদ ?
ছাড়তে হবে পদটা ভিসির, সঙ্গে অনেক কিছু
বুঝবি তখন দুদক যখন লাগবে রে তোর পিছু।
সন্তান তুল্য শিক্ষার্থীদের তুই করেছিস দমন,
পাঠিয়ে দিলাম আমজনতার বিবেকের “এ” সমন ।
নিতে হবে বিদায় তোকে , মোটেও ছাড় নাই, নাই,
বিদায় বেলায় বলছি তোকে শুধু ঘৃণা জানাই ।।
টোকিও
৮ নভেম্বর ২০১৯
Leave a Reply