প্রভাষকের বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও গর্ভের সন্তান হত্যা করার অভিযোগ

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার এক কলেজ প্রভাষকের বিরুদ্ধে তার স্ত্রীকে মারধর করার অভিযোগে শিক্ষা অধিদপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই প্রভাষকের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে রবিবার (৫ সেপ্টেম্বর) এ অভিযোগ দায়ের করেন।

এর আগে গত ৯ আগস্ট একই অভিযোগে মুন্সীগঞ্জ আদালতে মাহমুদা একটি ‘নারী শিশু নির্যাতন দমন আইনে’ মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি মুন্সীগঞ্জ সদর থানাকে এফআইআর হিসেবে মুন্সীগঞ্জ সদর থানায় প্রেরণ করেন। এফআইআরে নাজমুল হাসানসহ তার বোন শাহিনুর বেগম, রেহেনা বেগম, আবুল কালাম আজাদ ও আজিম কাউসারী নাম উল্লেখ রয়েছে। মাহমুদা মুন্সীগঞ্জ সদর উপজেলা রামশিং গ্রামের জাহাঙ্গির আলমের মেয়ে।

মাহমুদা জানান, ৬ মে তার সাথে টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া গ্রামের ফজলুল হক শেখের ছেলে মো. নাজমুল হাসানের বিয়ে হয়। তার স্বামী মাদারীপুর জেলার শিবচর উপজেলার বোরহামগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রভাষক হওয়ায় সে স্বামীর সাথে তার স্বামীর কর্মস্থল শিবচরে থাকত। বিবাহের পরে ঋণের কথা বলে নাজমুল বিভিন্ন সময় মাহমুদার পরিবারের কাছ হতে ৫ লাখ টাকা নেয়। পরে সে আরো ৩ লাখ টাকা যৌতুক হিসাবে দাবি করে। গত ফেব্রুয়ারিতে স্ত্রীকে মারধর করে গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে এবং মাহমুদার বাম পা ভেঙ্গে ফেলে। পরে এই ঘটনায় মাহমুদা বাদী হয়ে মামলা দায়েরের পর স্বামী নাজমুল ও তার পরিবার আত্মগোপনে আছে বলে জানান মাহমুদা।

এ ব্যাপারে অভিযুক্ত নাজমুল হাসান বলেন, আমি আমার স্ত্রীকে গত ১৮ জুলাই ডির্ভোস দিয়ে দিয়েছি। আমার ডির্ভোস দেওয়ার পরে গত ২৫ জুলাই আমি তাকে মারধর করেছি অভিযোগ এনে আমার বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে মিথ্যা মামলা দায়ের করে। এর আগেও সে আমার পরিবারে থাকা অবস্থায় আমাকে মানষিকভাবে নির্যাতন করে।

বাচ্চা হত্যার ব্যাপারে সে জানায়, স্বাভাবিক নিয়মে আমার স্ত্রীর ব্লেডিং হওয়ায় নষ্ট হয়ে গেছে। প্রভাষক নাজমুল হাসান এর আগেও একটি বিয়ে করেছে কিনা জানতে চাইলে সে জানায়, আগের স্ত্রীর সাথে তার স্বাভাবিক নিয়মে ডির্ভোস হয়ে গেছে। সেই ঘরে তার দু’টি বাচ্চাও রয়েছে।

ইত্তেফাক

Leave a Reply