মধু উৎপদানই নয়, মুন্সীগঞ্জে চলছে মৌমাছি পালন

নাসির উদ্দিন উজ্জ্বল: মৌমাছি চাষ করে মুন্সীগঞ্জে মধু উৎপাদন জনপ্রিয় হয়ে উঠছে। বাড়ির আঙ্গিনায় বা উঁচু ভিটায় এখন সারি সারি বাক্সতে চলছে মৌমাছি পালন।

‘মৌমাছি, মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।’

কবির ভাষার মৌমাছিকে এখন বশ মানানো হচ্ছে। ভাদ্র মাসে বংশবৃদ্ধিসহ উৎপাদন করা হচ্ছে রাণী মৌমাছি।

মৌমাছি মধু দেওয়া ছাড়াও আরও অসামান্য অবদান রেখে চলেছে। মৌচাষে মধুর প্রাপ্তি ছাড়াও প্রকৃতির অনেক উপকার হচ্ছে। তাই সরকারিভাবে মৌচাষকে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদুল আলম।

প্রকৃতিতে এখন ফুলের বড় অভাব। কিন্তু মুন্সীগঞ্জে বর্ষা -শরৎ মৌসুমে ধইঞ্চা ও শাপলা ফুল পাওয়া যাচ্ছে। তাই মৌমাছির বংশ বৃদ্ধির জন্য মৌমাছির বাক্স গুলো মুন্সীগঞ্জে রাখা হচ্ছে।

মুন্সীগঞ্জে গত মৌসুমে এক মেট্রিক টন মধু উৎপাদন হয়েছে।

সময় টিভি

 

Leave a Reply