গঠনতন্ত্র না মেনে নিয়োগ মুন্সিগঞ্জ শহর বিএনপির

গঠনতন্ত্র লঙ্ঘন করেই সহকর্মীকে মনোনয়ন করার অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ শহর বিএনপির বিরুদ্ধে। জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে শাহিন মিয়াকে (ভিপি) মনোনয়ন করা হয়। এই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন শহিদুল ইসলাম। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তিনি কবে ফিরবেন সেটি নিশ্চিত নয়। তাই ভারপ্রাপ্ত হিসেবে শাহিন মিয়াকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। কিন্তু এ বিষয়ে সদ্য গঠিত আহ্বায়ক কমিটি লিখিত কোনো নির্দেশনা দেয়নি বলে অভিযোগ উঠেছে।

গঠনতন্ত্র অনুযায়ী, গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক লিখিত আদেশ দেবেন।
কিন্তু বর্তমান শহর বিএনপির সভাপতি একেএম ইবাদত (মানু) নিজ স্বাক্ষরিত চিঠিতে শাহীন মিয়াকে দায়িত্ব দেন।

জানতে চাইলে একেএম ইবাদত (মানু) কালের কণ্ঠকে বলেন, মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল হাইয়ের মৌখিক নির্দেশনায় এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এটি গঠনতন্ত্র মেনে করা হয়েছে কি-না সে সম্পর্কে তিনি বলেন, আহ্বায়ক বা সদস্য সচিব লিখিত দেননি। মৌখিকভাবে যেহেতু বলেছেন, তাই নির্দেশ পালন করা হয়েছে।

জানতে চাইলে সদস্য সচিব কামরুজ্জামান রতন কালের কণ্ঠকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী কাজটি সঠিক হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।

কালের কন্ঠ

Leave a Reply