মুন্সীগঞ্জ সিরাজদিখানে হিন্দু মুসলিম ধর্মের সৌহার্দ সম্প্রীতি অটুট রাখতে মৈত্রীর সেতুবন্ধন গড়তে সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম মতবিনিময় সভা করেছেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, থানা পুলিশের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইমাম ওলায়মা, পেশাজীবী এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সারে ৪টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি গোবিন্দ দাস পোদ্দার, মাওলানা জাহিদুল ইসলাম, সরকারি কেবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামসুল হক হাওলাদার, মালখানগর কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন
মতবিনিময় সভায় ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের এই বাংলাদেশ। যেখানে বহুকাল ধরেই বসবাস হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধসহ নানা ধর্মের, নানা জাতির মানুষের। ভ্রাতৃত্বের বন্ধন চির অটুট, চির অম্লান। হিন্দু মুসলিম ধর্মের সৌহার্দ সম্প্রীতি অটুট রাখতে ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানসহ থানা পুলিশের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা প্রশাসন। স্থানীয় বিশিষ্ট জনদের পরামর্শ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সব শ্রেণি পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখব। সিরাজদিখান উপজেলা থাকবে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন।
যুগান্তর
Leave a Reply