পদ্মার চরে ইলিশের হাট চলছে পিকনিকও

নিষেধাজ্ঞার মধ্যেও মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের জাজিরা, মুন্সীগঞ্জের লৌহজং, ফরিদপুরের সদরপুরের চরগুলোতে বিক্রি হচ্ছে মা ইলিশ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের জাজিরা, মুন্সীগঞ্জের লৌহজং, ফরিদপুরের সদরপুর অংশের পদ্মা নদী ও চরগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ। নদীর পার কিংবা চরে খোলাবাজার সৃষ্টি করে মাছ বিক্রি করছেন জেলেরা। ক্রেতারাও নানা কৌশলে ইলিশ কিনে নিরাপদে বাড়ি ফিরছে। আবার অনেকে চরে বসে করছে পিকনিকও। নদী ও চরগুলোতে স্থায়ীভাবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ক্যাম্প না থাকায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেও ধরাছোঁয়ার বইরে থাকছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার শুরু থেকেই শিবচরের পদ্মা নদী ও সংলগ্ন চরগুলোতে প্রশাসনের ব্যাপক অভিযান অব্যাহত আছে। এরই মধ্যে কয়েকটি হাট-বাজারের শতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে নদী ও চরগুলোতে স্থায়ীভাবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বা প্রশাসনের ক্যাম্প না থাকায় সুযোগ পেয়েই মাছ ধরতে নেমে পড়ছেন জেলেরা।

মুন্সীগঞ্জের সাপের চর এলাকার জেলে সাইফুল ইসলাম বলেন, ‘মুন্সীগঞ্জ ও জাজিরা এলাকার প্রশাসন ততটা সক্রিয় নয়। তাই আমরা এ অঞ্চলে মাছ শিকার করে চরেই তা বিক্রি করি।’

শিবচরের মাদবর চরে পিকনিক করতে আসা ফরিদপুরের কয়েকজন কলেজছাত্র জানায়, জেলেদের মাধ্যমে তারা জানতে পারে—এই চরে ইলিশ মাছ কিনতে পাওয়া যায়। তাই বন্ধুরা মিলে এখানে পিকনিক করতে এসেছে। ইলিশ মাছের খিচুড়ি রান্না করছে তারা।

স্থানীয় বাসিন্দা জুবায়ের হোসেন বলেন, ‘মা ইলিশ রক্ষায় প্রশাসনের লোকজন নদীতে দিনে মাত্র দুইবার টহল দেয়। নদীপারে কেউ আসে না। ফলে চরগুলোতে অস্থায়ী বাজার বসিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ইলিশ বেচাকেনা চলে।’

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে জানিয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা প্রতিনিয়ত পদ্মায় অভিযান পরিচালনা করছি। এরই মধ্যে বিভিন্ন চরের শতাধিক অস্থায়ী বাজারের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে মা ইলিশ রক্ষায় স্থায়ীভাবে নদী ও চরগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা প্রয়োজন বলে মনে করছি।’

কালের কণ্ঠ

Leave a Reply