দিনাজপুরের ঘোড়াঘাটে ‘নিখোঁজ’ হওয়ার ৮ বছর পর আইমুদ্দিন (৬২) নামে এক বৃদ্ধকে মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন নয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ। পুলিশের ভাষ্য, গত ২০১৩ সালে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী মোজাহার আলী ও তার লোকজনের নামে একটি অপহরণ মামলা করেন আইমুদ্দিনের ছেলে আব্দুল আজিজ। পরে ওই বছরের ১৮ মার্চ থেকে নিখোঁজ হয়ে পড়েন আইমুদ্দিন। তবে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মোজাহার আলীকে ফাঁসাতে আদালতে মিথ্যা অপহরণ মামলা করা হয়। আইমুদ্দিন ঘোড়াঘাট উপজেলার রুপসীপাড়া (ভেকসি) গ্রামের প্রয়াত কিসমতুল্লাহের ছেলে।
আইমুদ্দিনের উদ্ধৃতি দিয়ে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, ২০১৩ সালে প্রতিবেশী মোজাহার আলীর কাছে ৪২ শতক জমি বিক্রির চুক্তি করেন আইমুদ্দিন। তবে জমি রেজিস্ট্রি করতে গেলে মোজাহার আলী দেখতে পান কাগজে ৪২ শতকের পরিবর্তে ৩৬ শতক লেখা। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিতন্ডার সৃষ্টি হয়। পরে জমির মালিক আইমুদ্দিন কৌশলে তার জমি ছেলেমেয়ের নামে লিখে দিয়ে স্বেচ্ছায় আত্মগোপনের পরিকল্পনা করেন। পরে ঘোড়াঘাট থেকে পালিয়ে প্রথমে বগুড়া এবং পরে পাবনা জেলার সাঁথিয়া থানার কাশিনাথপুর এলাকায় দীর্ঘদিন অবস্থান করেন। এরপর মানিকগঞ্জের দৌলতপুর থানার বাকুটিয়া চরে স্থানীয় এক নারীকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।
ওসি আরও জানান, আইমুদ্দিনের ছেলের করা মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন মোজাহার আলী। পরে জামিন পেয়ে আইমুদ্দিনের বিরুদ্ধে একটি জালিয়াতি মামলা করেন তিনি। মামলার তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে নিখোঁজ আইমুদ্দিনকে ২ বছরের কারাদণ্ড দেয় আদালত। এরপর গত রবিবার আইমুদ্দিনকে আটকের পর গতকাল সোমবার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
দেশ রুপান্তর
Leave a Reply