ফতুল্লায় গৃহবধূ ধর্ষণের শিকার

ফতুল্লায় বাড়িওয়ালার আত্মীয়ের দ্বারা এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূর মা বাদী হয়ে ধর্ষক নুর শাহ আলম (৩৫)কে আসামি করে বুধবার ফতুল্লায় মডেল থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত নুর শাহ আলম মুন্সীগঞ্জের লৌহজং থানার কলমা ইউনিয়নের বড়াকুল গ্রামের মৃত নেয়ামত হাওলাদারের ছেলে। ঘটনাটি ঘটেছে ফতুল্লার কুতুবপুরের উত্তর দেলপাড়ায়।

মামলার তথ্যমতে, ফতুল্লার কুতুবপুরের উত্তর দেলপাড়া এলাকায় বাপ্পিদের বাড়িতে মামলার বাদী তার মেয়ে ও জামাতাকে নিয়ে ভাড়ায় বসবাস করে আসছিলেন। বাদীর মেয়ের জামাই অটোরিকশাচালক। গত কয়েক দিন আগে বাড়িওয়ালার ভায়রার পুত্র অভিযুক্ত শাহ নুর আলম মুন্সীগঞ্জ থেকে বাড়িওয়ালার বাড়িতে বেড়াতে আসে। ১৪ই অক্টোবর গৃহবধূর স্বামী কাজের জন্য বাড়ির বাইরে গেলে নুর শাহ আলম গৃহবধূকে একা পেয়ে টেনে-হিঁচড়ে নিজের রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গৃহবধূ ডাক-চিৎকার করলে হাত ছেড়ে দেয় নুর শাহ আলম। বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হয়। কিন্তু ২১শে অক্টোবর বেলা ১১ টার দিকে গৃহবধূকে কৌশলে নুর শাহ আলম একটি ঘরে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হারেছ শিকদার জানান, গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মানবজমিন

Leave a Reply