আজ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় উপজেলার ১২৮ টি কেন্দ্রে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
শ্রীনগরে নির্বাচনী মাঠে থাকছে ১৯ ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২ হাজার ৯৪৫ জন সদস্য কাজ করছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, নির্বাচন অবাধ , সুষ্ঠু ও নিরপেক্ষ কারার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী মাঠে ৫জন জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট, ১৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র্যাব, পুলিশের ১৪টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স ও ১টি রিজার্ভ টিম কাজ করছে।
প্রতি কেন্দ্র ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে। তিনি আরো বলেন, ১৪টি ইউনিয়নের মধ্যে ভাগ্যকূল ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অপ্রীতিকর ঘটনা তৎপর রয়েছে।
শ্রীনগর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৩০১ জন। এর মধ্যে নারী ১১৬০৬৯ জন ও পুরুষ ১২১২৩২ জন। শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৪ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে।
জনকন্ঠ
Leave a Reply