মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কাদির হাওলাদারের উপর হামলা চালানোর দায়ে নৌকা প্রতিকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দ্বীন ইসলাম সহ ১৮ জনের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। বেআইনী জনতাবদ্ধে মারপিট করত ক্ষতি সাধনের অপরাধে কাদির হাওলাদার বাদী হয়ে ১৩ নভেম্বর শনিবার সকালে মামলাটি দায়ের করেন।
কাদির হাওলাদার জানান, আমি ১২ নভেম্বর উপজেলা নির্বাচন অফিস হতে প্রতিক বরাদ্দ পেয়ে আমার নির্বাচনি এলাকা ফজুশাহ বাজারে বিকাল সাড়ে ৪টায় পথসভা করাকালীন নৌকা প্রতিকের প্রার্থী দ্বীন ইসলাম তার দলবল নিয়ে আমার সহ কর্মীদের উপর লাঠিপেটা করে ৪টি প্রাইভেটকার ৪টি অটো রিক্সা ভাংচুর করে আমি সহ ১০ জন কর্মী আহত হই। থানা পুলিশ আমাদের উদ্ধার করে।
দ্বীন ইসলাম জানান, প্রথমে কাদিরের লোক আমার লোকের উপর হামলা করেছিল। আমি কাউরে মারধর করিনী।
টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, আড়িয়াল ইউনিয়নের ফজুশাহ বাজারে মারামারির ঘটনায় কাদির হাওলাদার নামক ব্যাক্তির অভিযোগে মামলা নিয়েছি অপর পক্ষ কোন অভিযোগ করে নাই।
ইনকিলাব
Leave a Reply