রামপালে ক্যাম্পে হামলা, মোশারফ -বাচ্চুর পাল্টাপাল্টি অভিযোগ

রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মোশারফ হোসেন মোল্লা ও ঘোড়া প্রতিক মো: বাচ্চু শেখের সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে ছয় জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় সিপাহীপাড়ায় ঘোড়া মার্কার ক্যাম্প ও মধ্য কাজী কসবায় নৌকা মার্কার ক্যাম্পে ভাংচুরের এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লা জানান, আমার নেতাকর্মীদের এলাকা ছাড়তে হুমকি ধামকি দিচ্ছে ঘোড়া মার্কার স্বতন্ত্রপ্রার্থী। কাজী কসবায় নৌকার ক্যাম্পে ভাংচুর করে। এতে কয়েকজন আহত হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: বাচ্চু শেখ জানান, সিপাহীপাড়ায় ও হাতিমারা এলাকায় নৌকার প্রার্থীর লোকজন আমার নির্বাচনী ক্যাম্পে ভাংচুর ও লোকজন মারধর করে।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত মুন্সীগঞ্জ

Leave a Reply