করোনার টিকা নিয়ে অজ্ঞান, ২ ঘণ্টাপর মৃত্যুর কোলে ঢলে পড়লেন কাঠমিস্ত্রি

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন্স করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পর আনোয়ার হোসেন আলদার (৪৫) নামে একজন কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। আনোয়ার হোসেন মোল্লাকান্দি ইউনিয়নের কংশপুরা গ্রামের মৃত ছবির আলদারের ছেলে। সে পেশায় একজন কাঠমিস্ত্রি।

মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ১০ টায় মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেন আনোয়ার। এরপর বেলা সাড়ে ১২ টায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেনের ছেলে মো. আশিক জানান, সকাল ১০ টায় মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে করোনার প্রথম ডোজ নেওয়ার পর বাসায় আসলে বেলা ১২ টার দিকে বমি করার পর অজ্ঞান হয়ে যায়। এরপর মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভ্যাকসিন নেওয়ার পর সে অসুস্থ হয়ে মারা যায়। আমার বাবা কোন রোগে অসুস্থ ছিলেন না।

বিডি২৪লাইভ

Leave a Reply