শহরের ডিসি অফিসের অপর পাশে শিশু পার্ক মার্কেটের সামনে দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ প্রতিনিধি বাছিরউদ্দিন জুয়েলের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেল নামের একজনকে আটক করেছে।
বাছিরউদ্দিন জুয়েল জানান, শিশু পার্ক মার্কেটের সামনে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় মাদক ব্যবসায়ী রাসেল কথা বলার জন্য ডেকে চায়ের দোকানের পেছনে নিয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই ওৎ পেতে থাকা কয়েকজন সন্ত্রাসীদের রাসেল হামলা চালিয়ে গুরুতর আহত করে।
সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সন্ধ্যা ৭টার দিকে পৌরসভা এলাকা থেকে রাসেলকে আটক করা হয়।
ইত্তেফাক
Leave a Reply