শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল সামাদকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে থানায় জিডি দায়ের করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে একই উপজেলার বাঘড়া ইউনিয়নের বৈচার পাড় গ্রামের মরহুম আবেদ আলীর বিরুদ্ধে সাধারণ ডায়েরী দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাগ্যকুল-দোহার সড়কের ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজার সংলগ্ন রাস্তার পাশে বৈচার পাড়ের আব্দুর রাজ্জাক একটি জমি বিক্রির জন্য ভাগ্যকুলের কামারগাঁও গ্রামের প্রবাসী মামুন ফকিরের মৌখিক বায়না করেন। ওই সময় আল-আমিন বাজার এলাকার স্থানীয় ইউপি সদস্য আব্দুল সামাদ সাক্ষী হয়। পরে একই জমি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেন আব্দুর রাজ্জাক গং। এনিয়ে জমি বিক্রেতা আব্দুর রাজ্জাকের কাছে জানতে গেলে হুমকি ধমকির শিকার হয় সামাদ মেম্বার।
ইউপি সদস্য আব্দুল সামাদ বলেন, গত ৬ রমজানে ৮০ লাখ টাকা দরে কামারগাঁও মৌজার সিএস ১৩৯ ও ১৪০নং দাগে মোট সাড়ে ২৪ শতাংশ জমি মৌখিক বায়না হয়। পরে জানতে পারি রহস্য জনক কারণে বিক্রেতা আব্দুর রাজ্জাক জমিটি অন্য কারও কাছে বিক্রি করে দিয়েছেন। কয়েকদিন আগে বিষয়টি জানতে গেলে রাজ্জাক আমাকে গালমন্দ করে। এছাড়া গত ৩০ নভেম্বর মঙ্গলবার রাতে অপরিচিত নম্বর থেকে ফোন করে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় থানায় জিডি দায়ের করেছি।
আব্দুর রাজ্জাককের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জমি বিক্রি সংক্রান্ত বিষয় নিয়ে আমার সাথে যে কথাবার্তা হয়েছিল তারা সময় মতো তা করেনি। তাই আমি জায়গাটি অন্য খানে বিক্রি করে দেই। আমি কোনো হুমকি ধমকি দেই নাই।
এ বিষয়ে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই বারেক জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।
নিউজজি
Leave a Reply