নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক দিনে ১শত জন শিশুর সুন্নতে খাৎনা করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার বাঘিয়া বাজারে বাংলাদেশ প্যাট্রিক সোসাইটির কার্যালয় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে সুন্নাতে খাৎনা অনুষ্ঠিত হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের অভিজ্ঞ প্যারামেডিক টিমের ৮জন সদস্য এই খাতনা করান। সুন্নাতে খাৎনা এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী।
এসময় উপস্থিত ছিলেন, দিঘীরপাড় তদন্তকেন্দ্রের আইসি মো. জুয়েল, যশলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, টঙ্গিবাড়ী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন, বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটির সভাপতি খাদেমুল ইসলাম বিদ্যুৎ, কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিব বেপারী, রয়েল খান, হাসান মোল্লা, রঞ্জন রুদ্র সুমন, আব্দুর রহিম খান, হজরত আলী প্রমুখ। খাতনা শেষে প্রতিটি শিশুকে ১টি লুঙ্গি, ১টি গামছা ঔষধপত্র সরবরাহ করা হয়।
Leave a Reply