মুন্সীগঞ্জ সদর উপজেলা চরকেওয়ার ইউনিয়নের চরমুশুরা এলাকায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে কৃষি জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ইউনিয়নের প্রায় কয়েক শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। তাদের সকলের একটাই দাবি, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নামে যেন কৃষি জমি দখল না হয়।
মানববন্ধনে মোহাম্মদ সেলিম বলেন, সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে আমরা অংশীদার হতে চাই। কিন্তু সরকারি প্রকল্পের নামে চরকেওয়ার ইউনিয়নের কিছু প্রভাবশালী মহল কৃষি জমি দখল করার পাঁয়তারা করছে। আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হোক এবং সাধারণ কৃষক যাতে তাদের জমির ন্যায্য মূল্য পায় সে বিষয়ে সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা।
মানববন্ধন শেষে ভুক্তভোগী কৃষকরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান, আবুল খায়ের পাইক, আশরাফ উদ্দিন পাইক ও সাহাবুদ্দিন পাইকসহ কয়েক শতাধিক নারী-পুরুষ।
বিডি২৪লাইভ
Leave a Reply