মাহবুব আলম জয়: রামপাল কলেজের সাবেক অধ্যক্ষ বোরহান উদ্দিন দেওয়ান (৭৪) আর নেই। বৃহস্পতিবার বেলা পনে ১২ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি… রাজিউন। মৃত্যুকালে স্ত্রী সহ এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আছর মিরকাদিমের মিরাপাড়া জামে মসজিদে প্রথম জানাজা এবং সন্ধ্যায় রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে তার নিজ গ্রামের বাড়ি মালিগাঁও এলাকায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে রামপালে নেমে এসেছে শোকের ছায়া।
বোরহান উদ্দিন দেওয়ান হাজার ১৯৭৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রামপাল কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। মুন্সীগঞ্জের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান দ্বিতীয় অধ্যক্ষ হিসেবে তিনি এখানে যোগদান করেন। এই অঞ্চলে শিক্ষাঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
আলোকিত মুন্সীগঞ্জ
Leave a Reply