মুন্সিগঞ্জে ২০ বছরেও ফুলদী নদীতে হয়নি সেতু নির্মাণ

গজারিয়ার ফুলদি নদীর উপর ২০ বছরেও সেতু নির্মাণ হয়নি। ফুলদি নদীর উপর সেতু নির্মাণের জন্য ২০০২ সালের প্রস্তাবনা গৃহিত এবং ভিত্তি প্রস্তর স্থাপিত হলেও ২০ বছর অতিক্রম হবার পরেও আজ পর্যন্ত নির্মাণ হয়নি সেতু।

স্থানীয় প্রশাসনের কাছে চাওয়া, যেন এ বেপারে অতি দ্রুত পদক্ষেপ নেয়া হয়। এলাকাবাসী এবং শিক্ষার্থীদের ঝুঁকিহীন ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা সেতু নির্মাণে বাংলাদেশ সড়ক প্রশাসনের অগ্রনী ভূমিকা এখন সকলের চাওয়া।..র্মাণের

২০০২ সালের প্রস্তাবনা গৃহিত এবং ভিত্তি প্রস্তর স্থাপিত হলেও ২০ বছর অতিক্রম হবার পরেও নির্মাণ হয়নি সেতু। এলাকাবাসী এবং শিক্ষার্থীদের ঝুঁকিহীন ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা সেতু নির্মাণে দাবি জানিয়েছেন গজারিয়া বাসী।

জানা যায়, প্রতিদিন এই নদী দিয়ে স্কুল, ভূমি অফিস মুন্সিগঞ্জ সদরে হাজার হাজার লোক আসা যাওয়া করে। একমাত্র উপায় হল নৌকা। অনেক সময় নৌকা না পেলে পাড়ে ছাত্র-ছাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

গজারিয়া উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, এই সরকারের আমলে ইনশাআল্লাহ এই সেতুর কাজ করা হবে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। আশা করা যায় এটি খুব দ্রুত হবে এবং জনগণের সমস্যা লাঘব হবে।

নিউজজি

Leave a Reply