আরিফ হোসেনঃ শ্রীনগরে প্রতিবন্ধী, ভাসমান মানুষ, নদী ভাঙ্গন কবলিত পরিবার ও জেলে পল্লীতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলা পরিষদ চত্ত্বরের বনবীথিতে আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৭০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ করে শ্রীনগর উপজেলা প্রশাসন
পরবর্তীতে রাত ৯টার দিকে পাটাভোগ ইউনিয়নে বিচ্ছিন্নভাবে বসবাসরত স্বল্প আয়ের ৪৪ টি পরিবারকে এবং ভাগ্যকূল ইউনিয়নে ৫৬ টি অসহায় জেলে এবং নদীভাঙন কবলিত এলাকায় বসবাসরত ৩১ টি দরিদ্র পরিবারের মাঝে শ্রীনগর উপজেলা প্রশাসন এর উদ্যেগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ উপকারভোগীদের হাতে কম্বল তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্ম কর্তা আশেকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফি, সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন খান, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সহ সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যগণ। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত কম্বল ঘরে ঘরে বিতরণ করার এই উদ্যোগকে সাধারণ স জনগণ সাধুবাদ জানান।
মোঃ আরিফ হোসেন
শ্রীনগর,মুন্সীগঞ্জ
৩/২/২০২২
Leave a Reply