মুন্সীগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

মুন্সীগঞ্জের রাস্তা পারাপারের সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক পথচারী (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।

এসময় অ্যাম্বুলেন্সসহ এর চালক মোঃ ফজলু মুন্সিকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল বাবুল বলেন, ওই পথচারী রাস্তা পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সটি তার উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ওই পথচারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এই ঘটনায় ঘাতক অ্যাম্বুলেন্স ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার বিজ

Leave a Reply