মুন্সীগঞ্জে অবৈধভাবে খালের মাটি কাটায় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে পদ্মার শাখা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার এ জরিমানা করেন।

জরিমানা প্রাপ্তরা হলেন, সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য তৈয়ব মিঝির ভাই তাহের মিঝি ও মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর মালিক সফি মাঝি।

জানা যায়, বাংলাবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য তৈয়ব মিঝি দোকান করার উদ্দেশে নদীর মাটি কেটে পাড়েই ভরাট করছিলেন। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের এক লাখ টাকা জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার জানান, দোষীদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং দুই দিনের মধ্যে জমি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য মুচলেকা নেয়া হয়েছে।

শেয়ার বিজ

Leave a Reply