মুন্সীগঞ্জে ৭ মণ জাটকা জব্দ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন বাজার এলাকা থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৭ মণ (২৮০) কেজি জাটকা জব্দ করেছে মুক্তারপুর নৌ-পুলিশ।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে এসব জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম ।

তিনি জানান, মাছগুলো বিভিন্ন বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসব জাটকা জব্দ করা হয়। পরিত্যক্ত অবস্থায় জব্দ করায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন প্রাঙ্গণে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিম, মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

ইত্তেফাক

Leave a Reply