মুন্সিগঞ্জের লৌহজংয়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মণ জাটকা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ। মঙ্গলবার ভোর ৬টার দিকে মাওয়া মৎস্য আড়ৎ থেকে এ জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বন্টন করা হয়।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের মিয়া জানান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলামের সহযোগিতায় প্রতিদিনের ন্যায় আজ সকাল ৫টার দিকে মাওয়া মৎস্য অভিযান চালানো হয়। ১ ঘন্টা অভিযান চালানোর পরে প্রায় ৬৪০ কেজি জাটকা জব্দ করি। পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। তিনি আরও জানান আমাদের এ অভিযান চলমান থাকবে।
বিডি২৪লাইভ
Leave a Reply