আব্দুস সালাম: সোনালী ব্যাংকের কাছে বন্ধকি সম্পত্তি বিক্রি করে লাপাত্তা আল ইসলাম নামের মুন্সিগঞ্জের এক ব্যবসায়ী। পাঁচ বছর তিন মাসের কারাদণ্ড কাঁধে নিয়েই তিনি এখন ধরাছোঁয়ার বাইরে। কেউ বলছেন, আল ইসলাম বিদেশে চলে গিয়েছেন, কারো মতে, পালিয়ে বেড়াচ্ছেন।
মো: আল ইসলাম (৫৪) মুন্সীগঞ্জ পৌরসভাধীন চরশিলমন্দি এলাকার অধিবাসী মরহুম মো: দুলু মিয়া শেখের ছেলে।
তিনি ঋণ খেলাপী হওয়ার পরে ঋণের টাকা পরিশোধের জন্য কয়েক দফা মুচলেকা দেন কিন্তু এরপরও কৌশল করে বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি করে দিয়েছেন তিনি। সম্পত্তি বিক্রির পর তার আর খোঁজ মিলছে না। জানা যায়, দুই প্রতিষ্ঠানের নামে ভিন্ন দলিল বন্ধক রেখে ঋণ গ্রহণ করেন ফেরারি এই আসামি।
আদালত এ অভিযোগের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। একইসাথে বলা হয়, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন আল ইসলাম।
অপর দিকে পেনাল কোডের ধারামতে অপর একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে আরো দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দুটি মামলায় মোট পাঁচ বছর তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হন আল ইসলাম। এছাড়াও তার বিরুদ্ধে সদর থানায় ধারা ৪০৬, ৪২০, ৪১৮ দ: বি: ২০১৯ সালের ১১ এপ্রিল মামলা হয়, যার নম্বর ৫১ (১১) ১৩।
আল ইসলাম ‘আল ইসলাম ট্রেডার্স’ ও ‘ফাতেমা ইলেকট্রনিক্স ফার্মে’র নামে দুটি ঋণ নেন সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ কর্পোরেট শাখা থেকে। আল ইসলাম ট্রেডার্সের নামে এক কোটি ২৯ লাখ ৯১ হাজার ৫৯২ টাকা, ফাতেমা ইলেক্ট্রনিক্সের নামে দুই কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ২৭৪ টাকা। সুদ-আসল মিলে ঋণের পরিমাণ এখানে পৌঁছেছে । ২০১২ সালের ২৩ মে জমি বন্ধক দিয়ে ঋণ নেন আল ইসলাম।
মামলার এজহার থেকে জানা যায়, আল ইসলাম প্রথমে আল ইসলাম ট্রেডার্সের নামে ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি এসএমইসিসি হাইপো একাউন্ট ওপেন করে ৫০,০০০ টাকা ঋণ নেন। পরে ২০১২ সালের ২ এপ্রিল সেই ঋণ বর্ধিত করে এক কোটি টাকা করেন। তিনি আবার ফাতেমা ইলেকট্রনিক্স ফার্মের নামে ঋণ নেন। দুই ফার্মের মোট ঋণের পরিমাণ এখন চার কোটি সাত লাখ ৩৭ হাজার ৮৬৬ টাকা। ঋণ নেয়ার পর ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি মেয়াদোত্তীর্ণ হয়ে ঋণ খেলাপী হন আল ইসলাম। কিন্তু তিনি একাধিকবার ঋণ পরিশোধের অঙ্গীকার করে কৌশল করে ব্যাংকের টাকা আত্মসাতের উদ্দেশে ওই অঙ্গীকার ভঙ্গ করেন।
২৬ শতাংশ জায়গার মধ্যে ১৫.৩৪ শতাংশ বিক্রি করে দেন। পরে সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ কর্পোরেট গ্রেড-২ শাখার এজিএম মো: শহীদুজ্জামান মো: আ: বারেক, মাহবুবুর রহমান, গোলাম মোস্তফা, নিহার রঞ্জন সাহা ও আফজাল হোসেনকে সাক্ষী করে আল ইসলামের নামে মামলা করেন। মামলা নম্বর : ৫১ (১১), এবং সিআর মামলা করা হয়। নম্বর : ৩২৯/২০১৩। ২০১৩ সালের ১১ নভেম্বর অভিযোগ দায়ের করা হয়। ২০১৯ সালের ১১ এপ্রিল রায় ঘোষণা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: রাকিবুল হাসান ১৬১ করে জবানবন্দি গ্রহণ করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মুক্তা মন্ডল এ রায় ঘোষণা দেন।
এ বিষয়ে সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ কর্পোরেট গ্রেড-২ শাখার এজিএম নুরউদ্দিন জানান, আল ইসলাম তার ৯৯ শতাংশ জায়গার দলিল বন্ধক রেখে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঋণ গ্রহণ করেন। কিন্তু ঋণের টাকা না দিয়ে ব্যাংকের কাছে বন্ধকি সম্পত্তি বিক্রি করে তিনি এখন লাপাত্তা। ঋণের টাকা ওঠানো এবং বন্ধকি সম্পত্তি বিক্রি করার অপরাধ করায় ব্যাংক কর্তৃপক্ষ আইনী পদক্ষেপ গ্রহণ করেছে। দুটি ধারায় আল ইসলামের সাজা হয়েছে। দ্রুত আমরা আমাদের বন্ধকি সম্পত্তি উদ্ধার করতে পারব বলে আসা করছি।
নয়া দিগন্ত
Leave a Reply