আরিফ হোসেনঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেট দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেনে এঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা একটি পিকআপ ভ্যানের চালকসহ ২জনকে কুপিয়ে জখম করে এবং পাকিরা পাড়া এলাকার এক বরের বাবার কাছ থেকে বিয়ের মাংস কেনার ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে উপপাড়া এলাকায় মাইক্রোবাস থামিয়ে রাস্তার উপর সাদা কাফনের ভেতর কলাগাছ রেখে ছিনতাইকারীরা ব্যারিকেট তৈরি করে। এসময় রাস্তার কাজের শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান ওই এলাকায় আসলে ছিনতাইকারীরা পিকআপ ভ্যানের চালক মোঃ সেলিমকে কুপিয়ে জখম করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা শ্রমিকদেরকে মারধার করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ১শ্রমিককে কুপিয়ে জখম করে। তাৎক্ষনিক ভাবে পাকিরা পাড়া ধানের চাতাল থেকে আক্তার হোসেন তার ছেলের বিয়ের জন্য মাংস কিনতে উপমাপড়া বাসস্ট্যান্ডের দিকে রওনা হয়ে ছিনতাইকারীদের কবলে পরেন। ছিনতাইকারীরা এসময় আক্তার হোসেনের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামকে ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
Leave a Reply