মুন্সীগঞ্জে ছাত্রদলের লিফলেট বিতরণ বন্ধ করে দিলো পুলিশ

মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি বন্ধ করে দিলো পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। দুই শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল থেকে পৌরমার্কেটে বিএনপির জেলা কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ করেন। পরে জেলা বিএনপির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী কর্মসূচি ছিল লিফলেট বিতরণ। কিন্তু মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ লিফলেট বিতরণ পণ্ড করে দেয়। আলোচনা শেষ করার পরপরই পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরাফ, মুন্সীগঞ্জ সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ হোসেন পল, টঙ্গীবাড়ি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব রায়হান, মুন্সীগগঞ্জ জেলা ছাত্রদল নেতা জাহিদুর রহমান জামাল প্রমুখ। এ বিষয় মুন্সীগঞ্জ সদর থানার এসআই শাহিনকে প্রশ্ন করলেও লিফলেট বিতরণ কর্মসূচি বা বিএনপি অফিস থেকে ছাত্রদল নেতাদের বের করে দেয়ার বিষয়ে তিনি কোনো কথা বলেননি।

নয়া দিগন্ত

Leave a Reply