মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিনোদপুরে আগুনে পুড়ে গেছে বিভিন্ন ধরনের ১৯ টি গুদাম ঘর। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এর সিনিয়র ষ্টেশন অফিসার আবু ইউসুফ জানান, আগুন লাগার সংবাদ পেয়ে তারা ঘটনা স্থলে ছুটে আসে এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের অবিরাম চেষ্টায় প্রায় দেড় ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রনে আসে। এই সময়ের মধ্যেই ৪০ ফুট থেকে ৮০ ফুট দৈর্ঘের একেকটি গুদাম পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে গুদামে আগুন লাগার ঘটনা ঘটে এবং তা ভয়াবহতার রূপ নেয়। ক্ষতির পরিমান সঠিকভাবে নিরুপণ না হলেও ব্যবসায়ীদের ভাষ্যমতে কমপক্ষে তিন কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।
তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাংলাদেশ জার্নাল
Leave a Reply