শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, অনেকে নিখোঁজ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় একটি লঞ্চ ডুবে গেছে। লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিলো বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রীরা সাঁতরে এবং ছোট নৌকার সহায়তায় তীরে উঠলেও অনেকেই নিখোঁজ রয়েছেন।

রোববার (২০ মার্চ) দুপুরের দিকে শীতালক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এমভি রূপসী ৯ নামে একটি জাহাজের ধাক্কায় আশরাফ উদ্দিন নামে ওই লঞ্চটি ডুবে যায়।

নৌপুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কার্গোবাহী জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তেই যাত্রী বোঝাই লঞ্চটি ডুবে যায়। পরে আমরা অনেককেই সাঁতরে তীরে উঠতে দেখেছি তবে অনেকে নিখোঁজ রয়েছেন। লঞ্চে শতাধিক যাত্রী ছিল, উপরে যারা ছিলেন তারা সাঁতরে উঠতে পেরেছেন। তবে ভেতরের একজনও বের হতে পারার কথা না।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি।

সোনালীনিউজ

Leave a Reply