‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একজনের খাবার তিনজনে খাচ্ছেন’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে একজনের খাবার তিনজনে খাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। রোববার মুন্সীগঞ্জে জেলা মহিলা দলের কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন।

শহরের সুপার মার্কেট এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই।

আফরোজা আব্বাস বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নআয়ের মানুষ হিমশিম খাচ্ছেন, একজনের খাবার তিনজনে খাচ্ছেন। খাদ্য, বস্ত্রসহ আমাদের মৌলিক অধিকার হরণ করছে।

তিনি বলেন, এ অবৈধ সরকারের সময় বাবার সামনে মেয়েকে সম্ভ্রমহানির ঘটনা ঘটছে। গোপালগঞ্জে এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তার নিজের ঘর সামলাতে পারেন না, তিনি দেশ সামলাবেন কীভাবে।

আফরোজা আব্বাস বলেন, দেশে আজ নারীর ক্ষমতায়ন কোথায়? সরকার কয়েকজনকে বড় বড় জায়গায় বসিয়ে রেখেছে। সাধারণ নারীরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে জায়গায় জায়গায়। আমাদের সমষ্টিগতভাবে এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজ স্বাধীন দেশে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। আমাদের স্বাধীনতা হরণ করা হয়েছে।

মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরজাহান মাহবুবের সভাপতিত্ব কর্মিসভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান রতন, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহম্মদ, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক রহিমা সিকদার, মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি পাপিয়া ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক নাসিমা আক্তার সিমা প্রমুখ।

যুগান্তর

Leave a Reply