সিরাজদিখানে এক পোশাকশ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) দিবাগত রাতে সিরাজদিখানের নিমতলার একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ভোরে অভিযুক্ত দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার চালতিপাড়া এলাকার মোতালেবের ছেলে হৃদয় শেখ ও কেয়াইন ইউনিয়নের মধুটুপি এলাকার মজিদের ছেলে আশিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, ভিকটিম পোশাক শ্রমিককে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে নিমতলা সুখের ঠিকানা নামে আবাসিক প্রকল্পে নিয়ে আসে হৃদয় ও আশিক। রাতে সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় হৃদয় আশিকের সঙ্গে যুক্ত ছিল আরও ৫ থেকে ৭ জন। পরে ভিকটিমের অভিযোগে পেয়ে শ্রীনগর থানা পুলিশের সহযোগিতায় দুইজনকে আটক করে সিরাজদিখান থানা পুলিশ। ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।
সারাবাংলা
Leave a Reply